• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে নির্বাচন, আখাউড়া দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৬

ভারতের ত্রিপুরা রাজ্যসভার নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে শনিবার ও রোববার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

তিনি জানান, ১৮ ফেব্রুয়ারি রোববার ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সেখানকার ব্যবসায়ীরা শনিবার ও রোববার পণ্য আমদানি বন্ধ রাখার কথা আমাদেরকে জানিয়েছে। ফলে এ দু'দিন বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: সুইফটের মাধ্যমে ৬০ লাখ ডলার হাতিয়ে নিলো হ্যাকাররা
--------------------------------------------------------

তবে সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি করা হয়।

আরও পড়ুন:

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
X
Fresh