• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে নির্বাচন, আখাউড়া দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৬

ভারতের ত্রিপুরা রাজ্যসভার নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে শনিবার ও রোববার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

তিনি জানান, ১৮ ফেব্রুয়ারি রোববার ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সেখানকার ব্যবসায়ীরা শনিবার ও রোববার পণ্য আমদানি বন্ধ রাখার কথা আমাদেরকে জানিয়েছে। ফলে এ দু'দিন বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: সুইফটের মাধ্যমে ৬০ লাখ ডলার হাতিয়ে নিলো হ্যাকাররা
--------------------------------------------------------

তবে সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি করা হয়।

আরও পড়ুন:

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh