• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুইফটের মাধ্যমে ৬০ লাখ ডলার হাতিয়ে নিলো হ্যাকাররা

অনলাইন ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৬

বিশ্বব্যাপী ব্যাংকগুলোর লেনদেন সেবাদাতা মেসেজিং অ্যাপ সুইফটে সাইবার হামলা চালিয়ে রাশিয়ার ব্যাংক থেকে ৬০ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

২০১৭ সালে এ অর্থ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থ লোপাটে সুইফট কোড ব্যবহার করে হ্যাকাররা। রাশিয়ার ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল চুরি নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে হ্যাকিংয়ের এ কথা জানানো হয়েছে।

তবে এ নিয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি।
--------------------------------------------------------
আরও পড়ুন: অ্যাপলের সেরা বিনিয়োগকারী হতে যাচ্ছেন ওয়ারেন বাফেট
--------------------------------------------------------

সুইফটের মুখপাত্র নাতাশা ডি তেরান এ ব্যাপারে বলেন, ‘প্রতারণার কোনো ঘটনা ঘটলে আমরা যথাসম্ভব গ্রাহককে সহায়তা করি। কীভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা- সে ব্যাপারে উদ্যোগ নিই।’

সুইফটের বার্তা আদান-প্রদান সংকেত ব্যবহার করেই বিশ্বজুড়ে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন হয়।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিজেদের কম্পিউটার ব্যবস্থা কখনও হ্যাক হয়নি।

এর আগে ২০১৬ সালে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা চুরি করে ৮ কোটি ১০ লাখ ডলার। যার কিছু উদ্ধার করতে পেরেছে বাংলাদেশ ব্যাংক।

এ ঘটনার যে ব্যাংকের মাধ্যমে সর্বশেষ লেনদেন হয়েছিল ফিলিপাইনের সেই রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৮ মার্চ)
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh