• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেখ হাসিনা-শি জিনপিং বৈঠক

২৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

সেলিম মালিক

  ১৪ অক্টোবর ২০১৬, ১৭:০৩

বাংলাদেশ ও চীনের মধ্যে ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষে এসব চুক্তি সই হয়।

শুক্রবার দুপুর সোয়া ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। চলে বিকেল সোয়া ৪টা পর্যন্ত।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে চায়না এয়ারলাইন্সের বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন শি জিনপিং। সেখানে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বহনকারী বিশেষ বিমানটি বাংলাদেশ আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান এসকর্ট করে নিয়ে আসে। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত চৌকস দল তাকে গার্ড অব অনার দেন। এসময় দু’ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে শি জিনপিংকে নিয়ে যাওয়া হয় হোটেল লা মেরিডিয়ানে।

সেখানে দুপুরের ভোজ শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান চীন প্রেসিডেন্ট। শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এতে দু‘দেশের পক্ষে ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

ডিএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh