• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ইলিশশূন্য বাজারে উত্তাপ ছড়াচ্ছে কই-টাকি

অভি ইসলাম

  ১৪ অক্টোবর ২০১৬, ১৫:৩৭

ইলিশশূন্য বাজারে উত্তাপ ছড়াচ্ছে কই, টাকিসহ বিভিন্ন ছোট মাছ। সরকারি বিধিনিষেধে রুপালী সোনা ধরা বন্ধ থাকায় ক্রেতারা ঝুঁকেছেন অন্য মাছের দিকে। আর এ সুযোগে সব ধরনের মাছ কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি নিচ্ছেন সুযোগসন্ধানী বিক্রেতারা। এছাড়া নিত্যপণ্যের বাজারে ভোজ্য তেলের দাম কিছুটা বাড়লেও চাল, ডালের মূল্য অপরিবর্তিত আছে।

রুপালী সোনায় এ ক’দিন বাজার সয়লাব থাকলেও তা ধরায় সরকারি বিধিনিষেধ থাকায় কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার এখন ইলিশশূন্য। তাই অন্য মাছের চাহিদা তুলনামূলক বেশি।

ক্রেতারা অন্য মাছের দিকে ঝুঁকলেও বিপাকে পড়তে হচ্ছে দাম নিয়ে।

বিক্রেতারা স্বীকার করলেন, ইলিশ না থাকায় অন্যান্য মাছে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি আদায় করছেন তারা।

এদিকে, চাল, ডালসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও আগের সপ্তাহের তুলনায় কেজি প্রতি কিছুটা বেশি দাম ছিল তেলের। আর এ সপ্তাহে কাঁচা মরিচ ১২০ টাকা ও ধনিয়া পাতা ১৮০ টাকা করে বিক্রি হচ্ছে।

ডিএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh