• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকরা শাস্তির আওতায় আসছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের প্রত্যেকের জন্য পরিশোধিত মূলধনের ২ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করা হয়েছে। তবে স্বতন্ত্র পরিচালক এর আওতাভুক্ত থাকবেন না।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় ২ শতাংশের কম শেয়ারধারী পরিচালকদের শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়।

বিএসইসি জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের মধ্যে যারা পরিশোধিত মূলধনের ২ শতাংশের নিচে শেয়ার ধারণ করে আছেন, তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে।

পাশাপাশি উদ্যোক্তা ও পরিচালকের সম্মিলিতভাবে মোট পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার ধারণ নিশ্চিত করতে নির্দেশনা জারিরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশন বলছে, এই ধরনের পরিচালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই বিষয়টি এনফোর্সমেন্টে পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত
নৃত্যশিল্পী ও পরিচালকদের মতবিনিময় সভা
প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণা
X
Fresh