• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনের সঙ্গে ২৫টিরও বেশি চুক্তি হবে

মুক্তা মাহমুদ

  ১৩ অক্টোবর ২০১৬, ১৯:৩১

চীন প্রেসিডেন্ট শি জিনপিং-এর সফরে ২৫টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

প্রায় ২৩ ঘণ্টার সফরে শুক্রবার ঢাকা আসছেন শি জিনপিং। সফর সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ৩০ বছর পর গণচীনের কোনো রাষ্ট্রপতির বাংলাদেশ সফর দু’দেশের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে। সফরের মধ্যে দিয়ে ঢাকা-বেইজিং অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হলো বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, বিকেলে রাজধানীর একটি হোটেলে চীন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই। এ সময় তাদের মধ্যে সাড়ে ১৮ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি হয়।

এছাড়া দু’দেশের মধ্যে পাট ও চামড়া শিল্পের উন্নয়নে এদেশের ১৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চীনের ৭টি প্রতিষ্ঠানের ১৫শ’ কোটি টাকার চুক্তিও হয়েছে।

পরে এফবিসিসিআই সভাপতি চীনকে এদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাতে আরো বিনিয়োগের আহ্বান জানান। পণ্য রপ্তানিতে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেয়ার কথাও জানান তিনি।

ডিএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh