• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে বাজেট দেবে এফবিসিসিআই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩২

অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে বাজেট প্রস্তাবনা দেবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রস্তাবনা তৈরির উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

এফবিসিসিআইয়ের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) এক সভায় আজ এ বিষয়ে আলোচনা করা হয়।

এতে সংগঠনের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ব্যাংকে একই পরিবারের ৪ পরিচালক, কার্যকরের নির্দেশ
--------------------------------------------------------

সভায় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক বাণিজ্য পরিবেশ ও অবকাঠামো নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আলোচকরা বলেন, ব্যবসা অনুকূল পরিবেশ এবং সঠিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে সরকার তার কাঙ্খিত রাজস্ব আহরণ করতে পারবে। এতে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব হবে। তাই কোনোক্রমেই যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাঁধাগ্রস্থ না হয়, সে বিষয়ে নজর রাখার ওপর উদ্যোক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
X
Fresh