• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ওয়ালটনকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দিল এনবিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৮

সদ্য সমাপ্ত ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদের মধ্যে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন পেয়েছে সেরা ভ্যাট দাতার সম্মাননা।

সোমবার রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ডিআইটিএফ-১৮ এ সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ‘ভ্যাট সম্মাননা সনদ প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সেরা ১০ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: লিনেক্স এবার সিদ্ধিরগঞ্জে
--------------------------------------------------------

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

ওয়ালটনের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক এসএম মাহবুবুল আলম এর হাতে শ্রেষ্ঠ ভ্যাট দাতার সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী।

সম্মাননা প্রাপ্তিতে এসএম মাহবুবুল আলম বলেন, ভ্যাট প্রদান করে মূলত ক্রেতা। যা কিনা সংশ্লিষ্ট পণ্যের উৎপাদক বা বিক্রেতারা সরকারি কোষাগারে জমা দিয়ে থাকে। তাই, ক্রেতাদের কাছ থেকে প্রাপ্ত ভ্যাট যথাযথ নিয়ম-নীতি মেনে সরকারি কোষাগারে জমা দেয়া প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাশা’ চলচ্চিত্রের জন্য পুরস্কার পেলেন রাজুব ভৌমিক
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
গাড়ি মালিকদের জন্য সুখবর
পুরস্কারপ্রাপ্তি : ইউনূস সেন্টারকে কারণ দর্শানোর নোটিশ
X
Fresh