• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা ওয়ালটন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০০

২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সরকারি কোষাগারে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

পাশাপাশি প্রিমিয়াম প্যাভিলিয়ন ক্যাটাগরিতে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। প্রথম হয়েছে আকিজ। তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে।

ওয়ালটন গ্রুপের পক্ষে সেরা ভ্যাটদাতার সম্মাননা স্মারক গ্রহণ করেন বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর। প্রিমিয়াম প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকারের সম্মাননা স্মারক গ্রহণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান।

--------------------------------------------------------
আরও পড়ুন: পদ্মা সেতুতে গাড়ি চলবে আগামী বছরের জুনে
--------------------------------------------------------

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়।

১৩টি ক্যাটাগরিতে ৪৪ সংস্থা ও ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, রপ্তানির উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
ওয়ালটনে চাকরির সুযোগ, ৪০ বছরেও আবেদন
বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়ালটনের আইনি নোটিশ
X
Fresh