• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাণিজ্য মেলায় ১৬০ কোটি টাকার রপ্তানি আদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৩তম আসরে ১৯ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১৬০ কোটি ৫৭ লাখ টাকা) রপ্তানি আদেশ এসেছে। বিক্রি হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য।

রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে। ইপিবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবারের মেলায় গত বছর থেকে ৮ দশমিক ৭১ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ বেশি এসেছে।

২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছোট-বড় মিলিয়ে ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন ছিল ১১২টি। মিনি প্যাভিলিয়ন ছিল ৭৭টি।

তীব্র শীতের অজুহাত তুলে ব্যবসায়ীদের দাবির মুখে ১ জানুয়ারি শুরু হওয়া মেলার সময় বাড়ানো হয় ৪ দিন। যার আজ পর্দা নামল।

বিক্রেতারা জানান, প্রথম দিকে ক্রেতা-সমাগম কম ছিল। সে কারণে মেলা জমে উঠেনি। তবে শেষ দিকে মেলা জমে উঠে।

শেষ কয়েকদিন দেখা যায়, মেলায় মানুষের ভিড় ছিল চোখেপড়ার মতো। মেলা প্রাঙ্গণসহ এর আশপাশের এলাকাও হয়ে ওঠে লোকে লোকারণ্য।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
X
Fresh