• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খারাপ সময় যাচ্ছে বিটকয়েনের

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৪

খারাপ সময় পার করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তার তালিকায় থাকা বিটকয়েন। গেলো বছরের শেষ মাসেও মুদ্রাটি লেনদেন হয় ২০ হাজার ডলারে। এখন তা নামতে নামতে মাত্র ৭ হাজার ডলারের কিছুটা উপরে এসে দাঁড়িয়েছে।

কয়েনমার্কেট ক্যাপ জানায়, মাত্র দুই মাসে ভার্চুয়াল মুদ্রাটি অর্ধেকেরও বেশি দর হারিয়েছে। শুক্রবার তা সাত হাজার ৬১৪ ডলারে লেনদেন হতে দেখা যায়। অবশ্য নিউ ইয়র্কে গতকাল শনিবার তা ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে লেনদেন করে।

বিবিসির খবরে বলা হচ্ছে, এক সপ্তাহে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মূল্যপতন হয়েছে ৩০ শতাংশ। ২০১৩ সালের এপ্রিলের পর মুদ্রাটির জন্য এটাকে সবচেয়ে খারাপ সপ্তাহ বলে মনে করা হচ্ছে।

জাপানের মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান কয়েনচেক বলছে, তাদের ইন্টারনেট নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়ে ৫৩৪ মিলিয়ন ডলার সমপরিমাণ ‘এনইএম’ ভার্চুয়াল মুদ্রা চুরি করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: রেমিটেন্স বেড়েছে ৩৭ শতাংশ
--------------------------------------------------------

এনইএম কিছুটা অপরিচিত ভার্চুয়াল মুদ্রা। যাকে বিশ্বের ক্রিপ্টো-কারেন্সির সবচেয়ে বড় চুরির ঘটনা বলে ধরা হচ্ছে।

তবে তার আগে কম্পিউটার নেটওয়ার্টে কোনো ধরনের ত্রুটি আছে কিনা তা নিয়ন্ত্রক সংস্থা থেকে জানতে চাওয়া হয়।

এ সপ্তাহে ফেসবুকও জানিয়েছে, তারা ডিজিটাল মুদ্রার বিজ্ঞাপন প্রচারের উপর নিষেধাজ্ঞা আনবে।

ইতোমধ্যে বেশকিছু দেশ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। চীন ও দক্ষিণ কোরিয়া নতুন মুদ্রা প্রচলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৮ মার্চ)
X
Fresh