• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রেমিটেন্স বেড়েছে ৩৭ শতাংশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৮

চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের প্রথম মাসেই সুখবর দিল প্রবাসীদের পাঠানো আয় (রেমিটেন্স)। জানুয়ারিতে প্রায় ১৩৮ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রথম মাসে যে পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে, তা গেলো ২০১৬-১৭ অর্থবছরের একই মাস থেকে প্রায় ৩৭ শতাংশ বেশি। ওই মাসে ১০০ কোটি ডলারের কিছু বেশি অর্থ দেশে এসেছিল।

চলতি অর্থবছরের সাত মাসের (জুলাই-জানুয়ারি) মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। আগের মাস ডিসেম্বরের চেয়ে তা বেড়েছে ১৮ দশমিক ৫৫ শতাংশ।

এ নিয়ে টানা চার মাস রেমিটেন্স বেড়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে বাধা তুলে দিল ভারত
--------------------------------------------------------

অর্থ বিশ্লেষকরা বলছেন, জনশক্তি রপ্তানি বাড়ানোসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। এ সবের ইতিবাচক ফল এখন লক্ষ করা যাচ্ছে।

প্রতিবেদনে দেখা যায়, গেলো সেপ্টেম্বরে রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় ৮৬ কোটি ডলার, অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ১১৬ কোটি ডলার। নভেম্বর ও ডিসেম্বরে তা ছিল যথাক্রমে ১২১ কোটি ডলার ও ১১৬ কোটি ডলার।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, এটা অবশ্য দেশের জন্য সুখবর। এর মাধ্যমে রেমিটেন্স নতুন বছরকেও স্বাগত জানাল। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।

তবে তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই সরকারকে জনশক্তি বাড়াতে আরো উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি জমিতে হিজড়াদের প্রথম মসজিদ
সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে : রিজভী
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
X
Fresh