• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্লাস্টিক শিল্পের উন্নয়নে সব সহায়তা দেয়া হবে: বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫

অগণতান্ত্রিক পথে গিয়ে কেউ কখনো সফল হয়নি- এমন মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বললেন, অরাজকতা বা বিশৃঙ্খলা এখন আর কেউ সমর্থন করে না।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্লাস্টিক শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চেন চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের উদ্যোগে ১৬টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের বর্তমান উন্নয়ন অন্য অনেক দেশের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক খাতও যার বাইরে নয়।

এসময় তিনি মঙ্গলবার পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার তীব্র সমালোচনা করেন।

সংবিধান মেনে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা দেখতে সকাল থেকেই ভিড় বাড়তে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে প্লাস্টিক শিল্পের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, কোন পণ্য কী দিয়ে প্যাক হবে তা প্যাকেজিং আইনে উল্লেখ আছে। যে চাল বাইরে থেকে প্লাস্টিক ব্যাগে আমদানি হচ্ছে, তা দেশে ব্যবহার করা যাচ্ছে না। সরকারের ইমোশনাল সিদ্ধান্তে আজ প্লাস্টিক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ শিল্পকে গ্রিন শিল্প হিসেবে ঘোষণা দেয়ার অনুরোধ জানান তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন: প্রাইজবন্ডে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেলেন ...
--------------------------------------------------------

বাংলাদেশ বর্তমানে বিশ্বমানের প্লাস্টিক দ্রব্য তৈরি করছে। তাই খাতটিকে আরো এগিয়ে নিতে প্রতিবন্ধকতাগুলো দূর করার ওপর জোর দেন বিশিষ্ট ব্যবসায়ী ও নীতি-নির্ধারকরা।

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেন, আমরা উন্নত পর্যায়ের পণ্য তৈরি করছি। বিশ্ব দরবারে প্রতিযোগিতা করে আজ আমরা পণ্য রপ্তানি করছি। কিন্তু আমাদের এখনো প্রতিবন্ধকতা রয়ে গেছে।

এ শিল্পের উন্নয়নে প্রতিবন্ধকতাগুলো দূর করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, প্লাস্টিক শিল্প পরিবেশের বিরুদ্ধে না। এ শিল্পের উন্নয়নে সরকারের কাছ থেকে সব ধরনের উন্নয়নে সহায়তা করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন:

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ১
X
Fresh