• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এক লুঙ্গির দাম ৮ হাজার টাকা!

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩১ জানুয়ারি ২০১৮, ১৪:৩৬

সর্বোচ্চ কত হবে? ২০০ বা ৩০০ টাকা বা হাজার টাকা। কিন্ত না! তার চেয়ে প্রায় ২৫ গুণ বেশি দরে বিক্রি হচ্ছে লুঙ্গি। তাও আবার বিক্রিতে নেমেছে বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারা।

স্পেনভিত্তিক জনপ্রিয় ফ্যাশন হাউজ জারা এবার লুঙ্গি বিক্রিতে নেমেছে। যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে চালু হওয়া লুঙ্গি ডিজাইন হিসেবে নিয়েছে প্রতিষ্ঠানটি। জারার লুঙ্গিকে ‘লুঙ্গি স্কার্ট’ বলা হচ্ছে। যা বিক্রি হচ্ছে ৭০ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৮ হাজার ২৮৪ টাকা (আজকের দর অনুযায়ী।

অথচ দক্ষিণ এশিয়ার লুঙ্গি পাওয়া যায় মাত্র ৩ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা আসে মাত্র সাড়ে তিনশ টাকা।

বলা হচ্ছে, নারী পোশাক হিসেবে তারা যে লুঙ্গি স্টাইলের স্কার্ট বাজারজাত করছে, তা দক্ষিণ এশিয়ার লুঙ্গি থেকেই অনুপ্রাণিত।

মেট্রো ডট কো ইউকের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় লুঙ্গি বহুল প্রচলিত পোশাক। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সোমালিল্যান্ড ও নেপালে লুঙ্গি বেশি প্রচলিত। এছাড়া কম্বোডিয়া, মিয়ানমার ও থাইল্যান্ডেও লুঙ্গি বহুলভাবে পরা হয়।

তবে জারার স্কার্টটি শুধু খয়েরি রঙের চেক ডিজাইনেই পাওয়া যাচ্ছে। যেখানে বাংলাদেশেই হাজারো রঙের ও ধরনের লুঙ্গি রয়েছে।

এর আগেও গেলো অক্টোবরে চিকন হিলসহ এক ধরনের উচ্চমূল্যের মোজা নিয়ে এসেছিলো জারা। যার দাম রাখা হয় ৬০ পাউন্ড বা ৭ হাজার টাকার বেশি।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
পাবনায় কসমেটিকসের গুদামে আগুন
X
Fresh