• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লিনেক্স এখন সোনারগাঁওয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫

'সাধ্যের মধ্যে সাশ্রয়ী দামে' বিশ্বমানের ইলেক্ট্রনিক্স পণ্য পৌঁছে দিতে আমেরিকান ব্র্যান্ড লিনেক্স এখন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। প্রতিষ্ঠানটির ৮০তম শোরুমের শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার সোনারগাঁওয়ে শোরুমটির উদ্বোধন করেন জনপ্রিয় সংগীত শিল্পী মেহরীন।

এসময় আরও উপস্থিত ছিলেন লিনেক্সের চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর ও জাহান ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী তাপস চন্দ্র পাল।

উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় সাত দিনব্যাপী বিশেষ ছাড়।

সোনারগাঁও শো-রুমে পাওয়া যাবে লিনেক্সের রেফ্রিজারেটর, ফুল এইচডি স্মার্ট এলইডি টেলিভিশন, ইকো ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনার, অটোমেটিক ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, আন্তর্জাতিক মানের ব্লেন্ডার, প্রেসার কুকার, রাইসকুকার, গ্যাসকুকার, কিচেন চিমনি, স্যান্ডউইচ মেকার, রুটি মেকার, ইলেকট্রিক কেটলি এবং চুলাসহ বিভিন্ন রকম ইলেক্ট্রনিক সামগ্রী।

সম্প্রতি লিনেক্স ব্র্যান্ড এর সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ফোন।

উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম শাহরিয়ার কবীর জানান, লিনেক্স ইলেক্ট্রনিক্স নিয়ে এসেছে নতুন মডেলের হাই ভোল্টেজ রেঞ্জ (এইচভিআর) এর রেফ্রিজারেটর। যা এখন দেশজুড়ে ১০০ এর বেশি শো-রুমে পাওয়া যাচ্ছে।

তিনি আরটিভি অনলাইনকে জানান, রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে লিনেক্স ইলেক্ট্রনিক্সের পণ্যগুলো দেশে নিয়ে আসা হয়েছে। যা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। ক্রেতা সন্তুষ্টিই লিনেক্সের মূল লক্ষ্য।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের পর এবার শোরুম উদ্বোধনে নামছেন তামিম
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে টিভি শোরুমে গুলি, আহত ২
X
Fresh