• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে রাতে যাচ্ছে সিআইডি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৮, ১৮:২৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হতে চুরি হওয়া অর্থের বাকি টাকা উদ্ধারে রাতে ফিলিপাইনে যাচ্ছে গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি দল। জানালেন গভর্নর ফজলে কবির।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চলতি বছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এ তথ্য জানান।

এ সময় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সংবলিত ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হয়।

ফজলে কবির বলেন, মোট চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখন পর্যন্ত ফেরত এসেছে ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। এর বাইরে ৫০ মিলিয়ন ডলার ফেরত আসার বিষয় প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, ফিলিপাইন থেকে চুরি যাওয়া রিজার্ভের আরো ১২ লাখ ডলার ফেরতের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। এছাড়া আরও ৬ মিলিয়ন ডলার আসার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। এই ছয় মিলিয়ন ডলার আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সিআইডির একটি দল আজ রাতে ফিলিপাইনে যাচ্ছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হয়ে যায়। এর মধ্যে কিছু অর্থ ইতোমধ্যেই বাংলাদেশ ফিরে পেয়েছে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh