• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে ১৪ লাখ টন তেল কিনছে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫

চলতি বছর আটটি দেশ থেকে ১৪ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৪৫ কোটি ২১ লাখ টাকার জ্বালানি তেল আমদানি করা যাবে।

জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তেল আমদানির দর পরে নির্ধারণ করবে সরকার।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ক্রয় কমিটির বৈঠক হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এই প্রস্তাব অনুমোদনের কথা জানান।

আটটি দেশের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন(বিপিসি) মেয়াদি চুক্তির আওতায় গ্যাস অয়েল, ফার্নেস অয়েল, জেট এ-১ আমদানি করবে।

মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছর গ্যাস অয়েল কেনা হবে ১০ লাখ ৯০ হাজার মেট্রিক টন। জেট এ-১ আমদানি হবে এক লাখ ১০ হাজার টন। এছাড়া ফার্নেস অয়েল আমদানি হবে ২ লাখ ৬০ হাজার টন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
X
Fresh