• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিসিএস ক্যাডারদের জন্য আরও ২৪০ কোটি টাকার প্রকল্প

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:২২

দেশে সুশাসন নিশ্চিত করার জন্য জনপ্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারদের সক্ষমতা বৃদ্ধির জন্য আরও ২৪০ টাকার প্রকল্প চালু করছে সরকার।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ সংক্রান্ত প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভায় ১৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

সভাশেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি ৬৯ লাখ টাকা। এর অর্থ পুরোটাই সরকার ব্যয় করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রকল্পের বাস্তবায়ন করবে।

প্রকল্পটি বাস্তবায়নে মেয়াদ ধরা হয়েছে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।

বিসিএস কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এর আগে ২৬২ কোটি ৭৭ লাখ টাকার একটি কারিগরি সহায়তা প্রকল্প হাতে নেয়া হয়। যা বাস্তবায়নাধীন।

ওই প্রকল্পের ধারাবাহিকতায় সম্পূর্ণ সরকারের অর্থায়নে নতুন প্রকল্প হাতে নেয়া হলো।

আরও পড়ুন

এসআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের গোমর ফাঁস করেছিলেন বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান
ঋণ করে খাবার কিনছেন দেশের ৪ কোটি মানুষ
গ্রাহকের অর্থ লোপাটে ব্যাংক কর্মকর্তার ৩৫ বছরের সাজা
ভুয়া ডিগ্রি-অভিজ্ঞতায় বিসিএস কর্মকর্তা, অতঃপর...
X
Fresh