• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ চান ইউরোপ প্রবাসীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৮, ১৭:০৩

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ চান ইউরোপে বসবাসকারী প্রবাসী বাঙালিরা।নীতি নির্ধারণী সুযোগ সুবিধা পেলে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখবেন তারা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানায় অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন- আয়েবা।

সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এসময় বলেন, প্রবাসীদের জন্য দেশের বিনিয়োগ পরিবেশ এখনো অনুকূলে নেই। তাই জটিলতা দূর করতে হবে।এজন্য প্রবাসী বিনিয়োগ বোর্ড গঠনের দাবি জানান তিনি।

প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখলেও তাদের ভোটাধিকার নেই।

এজন্য দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটের অধিকার দেয়ারও দাবি জানান সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ জরুরি। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে বাংলাদেশিদের অসামান্য অবদান রয়েছে। তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করা দরকার।

এজন্য দ্রুত প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, জাতীয় পরিচয়পত্র প্রদান করা উচিত বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
X
Fresh