• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে কম দামে পেঁয়াজ ছেড়েছে ভারত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩

পেঁয়াজ রপ্তানিতে আগের হার কমিয়েছে ভারত। এখন থেকে আর টনপ্রতি ৮৫২ ডলার নিচ্ছে না দেশটি। এই মূল্য থেকে প্রায় দেড়শো ডলার কমানো হয়েছে।

এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা এখন ভারত থেকে টনপ্রতি ৭০২ ডলারে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

খুচরা বাজারে ৭-৮ দফা পেঁয়াজের দাম বাড়ার পর গেলো মাসের শেষদিকে পণ্যটি রপ্তানিতে নতুন শর্ত দেয় ভারত। ওই শর্তানুযায়ী, পেঁয়াজ রপ্তানিতে দাম প্রায় দ্বিগুণ করে দেশটি। দুই মাস আগেও প্রতি মেট্রিকটন পেঁয়াজের দর ৪০০ থেকে ৫০০ ডলার নেয়া হয়। কিন্তু এসময়ে এসে নতুন দাম নির্ধারণ হয় ৮৫০ ডলার।

--------------------------------------------------------
আরও পড়ুন: গরুর মাংসের কেজি ৩৫০ টাকা!
--------------------------------------------------------

এতে করে এশিয়ার বাজারে পেঁয়াজের যোগানে এক ধরনের চাপ সৃষ্টি হয়।

বাংলাদেশেও এর প্রভাব পড়ে। ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশে দেশি পেঁয়াজের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা।

এক হিসেবে দেখা যায়, এক বছরের ব্যবধানে এসময়ে দেশে পেঁয়াজের দর বেড়েছে ২০৯ গুণ।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, পেঁয়াজ রপ্তানিতে ভারত যে মূল্য বাড়িয়েছিল তা গতকাল শনিবার পর্যন্ত কার্যকর ছিল।

দিনাজপুরের হিলি বন্দরে সিঅ্যান্ডএফের সদস্য এবং আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, শনিবার বিকেলে তারা ভারতের রপ্তানি মূল্য কমানোর বিষয়ে চিঠি পেয়েছেন।

তিনি জানান, এখন থেকে বাংলাদেশিরা ভারত থেকে ৭০২ ডলারে টনপ্রতি পেঁয়াজ আমদানি করতে পারবেন।

গেলো দুই মাসের মধ্যে এই প্রথম পেঁয়াজ রপ্তানিতে দাম কমালো ভারত।


আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
বাতাসেই ভেঙে পড়ল সেতু
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
X
Fresh