• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ই-নথি ও ডিজিটাল হাজিরায় এনপিও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৪৮

ই-নথি ও ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

প্রধানমন্ত্রীর ঘোষণা করা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এ পদ্ধতি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে অবস্থিত এনপিও দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্।

এনপিওর পরিচালক এস.এম. আশরাফুজ্জামানসহ শিল্প মন্ত্রণালয় এবং এনপিওর কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ই-নথি এবং ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর ফলে এনপিওর কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

একইসঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে সময়মতো নথি নিষ্পত্তির ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহি মনোভাব তৈরি হবে।

ডিজিটাল হাজিরা পদ্ধতি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো দপ্তরে আগমন ও প্রস্থান নিশ্চিত করবে। এ কার্যক্রমের ফলে উৎপাদনশীলতার সঙ্গে সম্পৃক্ত অংশীজনরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজিটাল যুগেও হাতের ইশারায় চলছে ট্রাফিক ব্যবস্থা (ভিডিও)
ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনে কমিটির কার্যক্রম শুরু
ব্যর্থ হলো রাজধানীর ট্রাফিক ডিজিটালাইজের প্রকল্প (ভিডিও)
ফোনে ‘পার্টটাইম চাকরি’ দেওয়ার নামে ভয়াবহ প্রতারণা
X
Fresh