• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে এলএনজি রপ্তানি করবে ইন্দোনেশিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:২৩

দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করবে ইন্দোনেশিয়া। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আরচান্দ্রা তাহার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এই দুই দেশে প্রতিবছর এক থেকে দেড় মিলিয়ন টন এলএনজি দেবে ইন্দোনেশিয়া। যার বাজার মূল্য দাঁড়াবে ১২০০ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশে রপ্তানি হবে ৬০০ কোটি ডলার মূল্যের এলএনজি।

বুধবার জাকার্তায় এক অনুষ্ঠানে আরচান্দ্রা বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো খুব শিগগির বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন। ওই সফরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

সফরে এলএনজির বিক্রয় চুক্তির ব্যাপারে সই হতে পারে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় পর্যায়ে এখন বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দেশ দুটিতে বছরে এক থেকে দেড় মিলিয়ন ডলারের এলএনজি রপ্তানি হবে।

বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি কোম্পানি পারটামিনার সঙ্গে বাংলাদেশের পেট্রোবাংলা ও পাকিস্তানের পাকিস্তান এলএনজি লিমিটেডের কথা চলছে।

১০ বছর মেয়াদে এই চুক্তি সম্পন্ন হবে।

জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের সমঝোতা স্মারকে সই হবার পর এখন পরিকল্পনার কাজ এগিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া।

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে জোকো উইদোদো ঢাকা সফর করবেন। এসময় তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
X
Fresh