• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সোনারগাঁও টেক্সটাইলসের অস্বাভাবিক দরবৃদ্ধি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:১০

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের টানা দরবৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

তবে কোম্পানিটি বলছে, শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

সম্প্রতি ডিএসইর চিঠির জবাবে এ তথ্য দিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে এক সপ্তাহের ব্যবধানে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৮৬ শতাংশ। ১০ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪ টাকা ১০ পয়সা। ১৭ জানুয়ারি তা ১৬ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

লোকসানের কারণে ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি সোনারগাঁও টেক্সটাইলস। গেল হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩৮ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৮ টাকা ৯৪ পয়সায়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩১ পয়সা লোকসান দেখিয়েছে সোনারগাঁও টেক্সটাইলস। যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৬৩ পয়সায়।

২০১৬ সালের ৩০ জুন ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরেও কোনো লভ্যংশ দেয়নি প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh