• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডুয়িং বিজনেসে ৯৯তম হতে চায় বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৩:৪৩

আগামী চার বছরের মধ্যে সহজে ব্যবসা করার সূচকে র‌্যাঙ্কিংয়ে শ’ এর নিচে আসতে চায় বাংলাদেশ। এজন্য বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে দ্রুত ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। জানালেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান ড. কাজী এম আমিনুল ইসলাম।

রাজধানীর এক হোটেলে বুধবার বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সভায় এফডিআই এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিডা চেয়ারম্যান বলেন, সহজে ব্যবসা পরিচালনা বা ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশ বর্তমানে ১৮৯টি দেশের মধ্যে ১৭৭তম। ২০২১ সালের মধ্যে ৯৯তম স্থানে উন্নীত হতে চাই।

আমিনুল ইসলাম বলেন, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশে মোট এফডিআইয়ের পরিমাণ ছিল ৭৭৯ মিলিয়ন মার্কিন ডলার, গত ২০১৬-১৭ অর্থবছরে এটি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৪ মিলিয়ন ডলার। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী এসডিজি অর্জনে ২০৩০ সালের মধ্যে আমরা এফডিআইকে ৩২ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে চাই।

মূল প্রবন্ধে তিনি জানান, এফডিআইয়ের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার অর্থনৈতিক অঞ্চল, ইকোনমিক করিডোর, আইটি পার্ক প্রতিষ্ঠা করছে। এখানে ওয়ান স্টপ সার্ভিসসহ প্রয়োজনীয় অবকাঠামো সেবা নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এসময় বলেন, বাংলাদেশে আর্থিক খাতের সূচকগুলোর অবস্থা বেশ ভালো। এর পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতির পর্যাপ্ততা রয়েছে। আবার শিগগিরই দৃশ্যমান হবে ওয়ান স্টপ সার্ভিস (এক দরজায় সব সেবা)। তাই আমি মনে করি- বিদেশিরা এখানে এখন বিনিয়োগ করতে পারেন।

গওহর রিজভীর সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার (জাইকা) দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক কিশুরো নাকাজায়া, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও প্রোগ্রাম ব্যবস্থাপক ড. মো. মাশরুর রিয়াজ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ তারেক আলোচনায় অংশ নেন।

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh