• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইলিশ রপ্তানি করবে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৮, ১৪:০৪

ইলিশের উৎপাদন বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও চাহিদা রয়েছে। সে কারণে দেশ থেকে কিছু ইলিশ রপ্তানি হবে। জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইলিশ মাছ ‘পাচার ঠেকাতে’ বৈধভাবে রপ্তানির এ সুযোগ দেয়া হবে।

সরকার ইলিশ মাছ রপ্তানি বন্ধ রাখলেও অবৈধভাবে তা পাচার হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, এতে রাজস্ব থেকে রাষ্ট্র বঞ্চিত হয়। আমরা যদি রপ্তানি করি, তাহলে ওপেন পথটা করে দেয়া যায়, গোপনে যাওয়ার পথটা তখন অনেকটা কমে যাবে।

তবে রপ্তানি হলেও মা ইলিশ সংরক্ষণে গত কয়েক বছর ধরে সরকার যে কার্যক্রম চালিয়ে আসছে, তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৩ দশমিক ৯৫ লাখ টন। আর ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিল ৫ লাখ টন।

গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যান। এরপর তার পদটি শূন্য হয়। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সম্প্রতি পূর্ণমন্ত্রী করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

এসআর

আরও পড়ুন -

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh