• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেয়ারে ১০ শতাংশ মুনাফা দেবে বিএসসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জানুয়ারি ২০১৮, ১৩:৩২

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। এর পুরোটাই নগদ।

কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৬২ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য দেখিয়েছে ৫২ টাকা ৭০ পয়সা। যা আগের বছরে ছিল যথাক্রমে ৪৯ পয়সা এবং ৬১ টাকা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১৫২ কোটি টাকা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

৩০ সেপ্টেম্বর, ২০১৭ শেষে কোম্পানিটির ৫২ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। আর ২০ দশমিক ৪০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে।

এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭ দশমিক ৫০ শতাংশ শেয়ার।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ এর আগে ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর লভ্যাংশ ছিল ১০ শতাংশ।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না : হানিফ
ঈদে তিন অভিনেতাকে নিয়ে হল মাতাবেন বুবলী
ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে বাড়ছে পণ্যের দাম : স্বরাষ্ট্রমন্ত্রী 
দুলাভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্যালকদের বিরুদ্ধে 
X
Fresh