• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পিএফআই সিকিউরিটিজকে ২৫ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৮, ১২:৩৭

সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি ও ঋণ দেওয়ায় অনিয়ম করার দায়ে প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সহযোগী প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করা হয়েছে।

বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আর্থিক খাতের কোম্পানিটিকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে।

কমিশনের ৬২২তম সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসি জানায়, সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি, ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেন, নন মার্জিনেবল শেয়ারে মার্জিন ঋণ দেয়া এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে ঋণ দিয়ে পিএফআই সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে।

ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সভায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারির শেয়ার লেনদেনে কারসাজির দায়ে দুই বিনিয়োগকারীকে দুই লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়তে অনুমতি দেয়া হয় ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডকে।

এর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে দুই কোটি শেয়ার ছাড়বে অ্যাডভেন্ট ফার্মা।

এই অর্থ যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
ঋণখেলাপি ধরতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
৯ মাসে সুদ পরিশোধ ১০০ কোটি ডলারের বেশি
X
Fresh