• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শেয়ারে কারসাজি: সিভিওর দুই বিনিয়োগকারীকে জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৮, ১৯:৩৩

জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারির শেয়ার লেনদেনে কারসাজির দায়ে দুই বিনিয়োগকারীকে জরিমানা করা হয়েছে।

বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই শাস্তি দিয়েছে।

আজ মঙ্গলবার বিএসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয়।

অভিযুক্ত বিনিয়োগকারীরা হলেন মো. আবদুল্লাহ সিদ্দিকী ও মো. মোয়াজ্জেম হোসেন সিকদার।

বিএসইসি সূত্র জানিয়েছে, শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারী মো. আবদুল্লাহ সিদ্দিকী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স , ১৯৬৯ এর ধারা ১৭ ভঙ্গ করেছেন। ওই আইন ভঙ্গের কারণে কমিশন তাকে দুই লাখ টাকা জরিমানা করেছে।

আরেক বিনিয়োগকারী মো. মোয়াজ্জেম হোসেন সিকদারও একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সে কারণে তিনি একই ধারা ভঙ্গ করেছেন। তাকেও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
করপোরেটের কারসাজিতে লাফিয়ে বাড়ছে মুরগির দাম
X
Fresh