• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লোকসানি বঙ্গজের দর বাড়ছেই, সতর্ক ডিএসই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৮, ১২:২৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের টানা দরবৃদ্ধিতে অবশেষে সতর্ক হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই দরবৃদ্ধি ‘অস্বাভাবিক’ মনে করছে প্রতিষ্ঠানটি। ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গেলো ২১ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচ্য সময়ে শেয়ারটির দর ১৫৬ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৮৪ টাকা ৮৫ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

অর্থাৎ মাত্র ৫ কার্যদিবসে কোম্পানিটির দর প্রায় ২০ শতাংশ বেড়েছে।

বঙ্গজ লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দেখায় ১৬ পয়সা। গেলো বছরের একই সময়েও কোম্পানিটি লোকসানে ছিল ১৬ পয়সা।

জেড ক্যাটাগরির কোম্পানিটি ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি।

এসব নেতিবাচক খবরে সাধারণত শেয়ারটির দর কমার কথা। কিন্তু তা না হয়ে উল্টো বাড়ছে।

কোম্পানির শেয়ারে এই অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গতকাল নোটিশ পাঠায় ডিএসই।

তবে কোম্পানিটির তরফ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। এর পেছনে কোনো অপ্রকাশিত তথ্য নেই।

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh