• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আশা জাগিয়ে রাখলো রেমিটেন্স

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০১৮, ২০:০০

বিদায়ী বছরের শেষ মাসেও সুখবর দিলো প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স। এ মাসে ১১৬ কোটি ৭০ লাখ ডলার অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

নভেম্বর থেকে এই রেমিটেন্সের পরিমাণ কিছুটা কম। তবে তা ২০১৬ সালের একই সময়ের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে গত অর্থবছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকিং চ্যানেলে ৬৯৩ কোটি ৫৭ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন।

অর্থ বিশ্লেষকরা বলছেন, জনশক্তি রপ্তানি বাড়ানোসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। এ সবের ইতিবাচক ফল এখন লক্ষ করা যাচ্ছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, এটা অবশ্য দেশের জন্য সুখবর। এর মাধ্যমে রেমিটেন্স নতুন বছরের জন্য আশা জাগিয়ে রাখলো। নতুন বছরে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।

তবে তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই সরকারকে জনশক্তি বাড়াতে অারো উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। একক মাসের হিসেবে এটা ছিল সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। আর নভেম্বরে রেমিটেন্স এসেছিল ১২১ কোটি ৪৭ লাখ ডলার।

এসআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ এপ্রিল)
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২২ এপ্রিল)
X
Fresh