• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধনীদের সম্পদ বাড়লো চার গুণ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩

বিশ্বে ধনীরা আরো ধনী হচ্ছে। এক বছরে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে এক ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলার। যা গেলো বছরের চেয়ে চার গুণ বেশি।

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজের খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ৫শ’ শীর্ষ ধনীর ওপর জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় এবার ধনীর সংখ্যা ২৩ ভাগ বেড়েছে। ৪৯টি দেশের মধ্যে সবচেয়ে বেশি আছে চীনের। দেশটির ৩৮ জন ধনী এই তালিকায় স্থান পেয়েছেন।

‘ব্লুমবার্গ বিলিয়নিয়রস ইনডেক্স’ এ তারা ১৭৭ বিলিয়ন ডলার যোগ করেছেন। গত বছরের তুলনায় যা ৬৫ ভাগ বেশি।

আয় বৃদ্ধির দিক দিয়ে এগিয়ে আছেন অনলাইনে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তিনি চলতি বছর ৩৪ বিলিয়ন আয় করে শীর্ষ ধনীর তালিকায় আছেন।

ব্লুমবার্গ এ বছর ৬৭ জন ধনীর নাম প্রকাশ করেছে যাদের নাম আগে কেউ জানতো না।

তবে লুজারদের তালিকায় রয়েছেন বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের আলোচিত ধনকুবের আলওয়ালিদ বিন তালাল। তিনি সৌদি আরবের সবচেয়ে ধনী ব্যক্তি।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গঠন করা দুর্নীতি দমনের আওতায় সম্প্রতি এই ধনকুবেরকে গ্রেপ্তার করা হয়। এরপর তার সম্পদ ১ দশমিক ৯ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ বিলিয়ন ডলার।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক
ধনী শহর হয়েও দুবাই কেন পানিতে তলিয়ে গেল
X
Fresh