• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এমারেল্ড অয়েলের শেয়ারের দর ‘অস্বাভাবিক’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের শেয়ারের দরবৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই দরবৃদ্ধির পেছনে কারণ জানতে চেয়েছে বাজার পরিচালনাকারী সংস্থাটি।

আজ বুধবার ডিএসই সূত্র জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গেলো ২৪ ডিসেম্বর নোটিশ পাঠানো হয়।

এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে। এর পেছনে কোনো অপ্রকাশিত তথ্য তাদের কাছে নেই।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বাড়তে থাকে। আলোচ্য সময়ে শেয়ারটির দর ১৭ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ (২৪ ডিসেম্বর) ২৩ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানিটির ৬৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে। আর পরিচালকদের হাতে আছে ২৮ শতাংশ শেয়ার।

এদিকে ২৪ ডিসেম্বর ডিএসই নোটিশ পাঠানোর পর কোম্পানিটির শেয়ার দর গতকালই ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ পতন হয়।লেনদেন শেষে কোম্পানিটি দরপতনের শীর্ষেও অবস্থান করে নেয়।

এসআর/এমসি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
কাল শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
X
Fresh