• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৫০ বগি ও ২০ ইঞ্জিন কিনছে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:২৬

বাংলাদেশের রেলওয়ে খাতকে আরো একধাপ এগিয়ে নিতে ১৫০টি বগি ও ২০টি ইঞ্জিন কিনছে সরকার। এজন্য ব্যয় হবে ১৮শ কোটি টাকা। দক্ষিণ কোরিয়া থেকে এগুলো কেনা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভায় এটিসহ ১৬ হাজার ১০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মোট ১৬টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর মধ্যে প্রকল্প সাহায্য ৩ হাজার ৮৩৯ কোটি টাকা এবং বাকিটা সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানো হবে।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্রিফ করেন।

তিনি বলেন, আজকের সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৬ হাজার ১০ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় করা হবে ১১ হাজার ৮৭০ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৩০০ কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া প্রকল্প সাহায্য থেকে আসবে ৩ হাজার ৮৩৯ কোটি ৪২ লাখ টাকা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনেকে ১১ প্রকল্প অনুমোদন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh