• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কৃষি ব্যাংকের অফিসার পদে ফল প্রকাশে ‘ভুল’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:১৬

রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে।

রোববার বিকেলে ত্রুটিপূর্ণ ফল প্রকাশের কারণেই সংশ্লিষ্টরা ওয়েবসাইট থেকে ওই ফল সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটির উপ-মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান জানান, আগামীকাল মঙ্গলবার প্রকৃত ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, এটা ভুলবশত হয়েছে। তাড়াহুড়া করতে গিয়ে এই ভুল হয়েছে। যে ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল তা না হয়ে অন্য ফলাফল প্রকাশ হয়েছে। তবে সঙ্গে সঙ্গেই ত্রুটিপূর্ণ ফলাফল ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। মঙ্গলবার সঠিক ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশের পর দেখা যায়— ১০০০২৬ থেকে ১০০০৪৭ পর্যন্ত যারা ছিলেন, তারা সবাই পাস করেছেন। এর পরের নম্বরগুলোতে শত শত প্রার্থী থাকলেও তাদের কেউ উত্তীর্ণ হননি।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তারা ৭৫ নম্বর পেয়েও পরীক্ষায় টিকতে পারেননি বলে জানান। একইসঙ্গে অনেকে কম নম্বর পেয়েও তালিকায় স্থান পেয়েছেন বলে অভিযোগ ওঠে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
ভৈরবে বোরো ধানের বাম্পার ফলন, শঙ্কায় কৃষক
X
Fresh