• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ব্যাংকের নতুন দুই নির্বাহী পরিচালক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ডিসেম্বর ২০১৭, ১৯:১৩

বাংলাদেশ ব্যাংকের দুই মহাব্যবস্থাপক লাইলা বিলকিস আরা ও শাহ আলমকে পদোন্নতি দিয়ে নির্বাহী পরিচালক করা হয়েছে।

গেলো ২১ ডিসেম্বর তারা এই পদোন্নতি পান বলে রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাহী পরিচালক হিসেবে শাহ আলমকে বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তিনি আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শাহ আলম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

অন্যদিকে পদোন্নতির আগে লাইলা বিলকিস আরা রাজশাহীতে কর্মরত ছিলেন। লাইলা বিলকিস আরা ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh