• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সানেমের গবেষণা

চালের দাম বাড়ায় নতুন করে দরিদ্র ৫ লাখ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৭

সাম্প্রতিক সময়ে চালের দাম অস্বাভাবিক বাড়ায় বাংলাদেশে নতুন করে ৫ লাখ ২০ হাজার মানুষ দারিদ্র্যের কবলে পড়েছেন বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।

সংস্থাটি বলেছে, এতে করে দারিদ্র্যের হার শূন্য দশমিক ৩২ শতাংশ বেড়েছে।

শনিবার ত্রৈমাসিক অর্থনৈতিক পর্যালোচনা তুলে ধরে সানেম। এটি হলো দক্ষিণ এশিয়ার অর্থনীতিবিদ ও গবেষকদের একটি ফোরাম।

রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংস্থাটি এসব তথ্য তুলে ধরে।

সানেমের প্রতিবেদন পর্যালোচনায় বলা হয়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে যে পরিমাণ চাল আমদানি হয়েছে, তা গত অর্থবছরের পুরো আমদানির প্রায় পাঁচগুণ।

আগামীতে চাল উৎপাদন, আমদানি ও সরবরাহ ঠিক রাখতে একটি কার্যকর চাল নীতিরও প্রস্তাব করছে ওই প্রতিষ্ঠানটি। এক সুপারিশে বলা হয়, চাল রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত চুক্তি করা দরকার।

ব্যাংকিং খাতে কেলেঙ্কারি এবং খেলাপি ঋণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশেরও কথা জানানো হয় প্রতিবেদনটিতে।

গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন বিনিয়োগ নিয়েও।তারা আরো জানিয়েছেন, বর্তমানে সরকারি বিনিয়োগ বাড়লেও ব্যক্তি বিনিয়োগ ততটা বাড়ছে না।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
আমদানি স্বাভাবিক থাকলেও বেড়েই চলেছে আলুর দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
X
Fresh