• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফারমার্স ব্যাংকে লুটপাট করেছে প্রতিষ্ঠাতারাই : অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ডিসেম্বর ২০১৭, ২০:১০

আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়ে চলতি সপ্তাহে সবচেয়ে আলোচনায় থাকা বেসরকারি ফারমার্স ব্যাংকের ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ব্যাংকটির বিপর্যয়ের জন্য এর প্রতিষ্ঠাতাদের দায়ী করেছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠাতারাই ব্যাংকটিকে লুটপাট করে শেষ করে দিয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৪৩ তম শাখা উদ্বোধন করেন তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, লুটপাটে ফারমার্স ব্যাংক শেষ হয়ে গেছে। এই ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের কেয়ারে আছে, ব্যাংকটির ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় ফারমার্স ব্যাংকের অনুমোদন দেয়া হয়। কার্যক্রম শুরুর পরই ব্যাংকটি অনিয়মে জড়িয়ে পড়তে থাকে। আস্থার সংকট তৈরি হলে আমানতকারীদের অর্থ তোলার চাপ বাড়ে।

পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতী। পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন তাঁরা।

এর মধ্য গেলো মঙ্গলবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

এসব পরিবর্তনে ফারমার্স ব্যাংক ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের দেশে কোন ব্যাংকের পতন হয় না।’

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের গোমর ফাঁস করেছিলেন বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান
এক্সিম ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন পদ্মার আমানতকারীরা
সরকার বিরোধীরা মিথ্যাচার করছে : অর্থমন্ত্রী
অর্থনীতি নিয়ে হতাশার কিছু নেই : অর্থমন্ত্রী
X
Fresh