• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লেনদেন বেড়েছে দু’ শেয়ারবাজারে

অনলাইন ডেস্ক
  ০৩ অক্টোবর ২০১৬, ২০:৪৯

দেশের দু’ শেয়ারবাজারে সোমবার লেনদেন বেড়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আগের দিনের তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫ কোটি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে (সিএসই) ২ কোটি টাকার বেশি লেনদেন।

এদিন ডিএসইতে লেনদেন শেষে সূচক বেড়ে ৪৬৯১ পয়েন্টে অবস্থান করছে। ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টি শেয়ারের দর বেড়েছে, ১৬১টির কমেছে। অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

সবমিলিয়ে লেনদেন হয়েছে প্রায় ৫৯৭ কোটি টাকা। রোববার লেনদেন হয় ৫৩১ কোটি ২৪ লাখ টাকা।

সোমবার সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো- মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বিএসআরএম স্টিল, যমুনা অয়েল, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, অ্যাকটিভ ফাইন্যান্স লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ও ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২০ দশমিক ১৮ পয়েন্ট। এদিন হাতবদল হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৫টির, ১২৯টির কমেছে। অপরিবর্তিত রয়েছে ৩১টির। সবমিলিয়ে লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৬ লাখ টাকা। গেলো কার্যদিবসে লেনদেন হয় ৩০ কোটি ২৮ লাখ টাকা।

ডিএইচ/ এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh