• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেয়ারে ৬৬ পয়সা মুনাফা কেয়া কসমেটিক্সের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৬

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি ৬৬ পয়সা মুনাফা করেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিক্স লিমিটেড।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে আজ বুধবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

ডিএসইর তথ্য মতে, আলোচ্য সময়ে কেয়া কসমেটিক্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) গেলো বছরের একই সময়ের চেয়ে বেড়েছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৩ পয়সা।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ২ পয়সা। গেলো জুন শেষে যা ছিল ১৫ টাকা ৩৭ পয়সা।

এই তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৭ পয়সায়, যা আগের বছর একই সময়ে ছিল ১৮ পয়সা।

এ খবর ডিএসইতে প্রকাশিত হওয়ার পরও আজ দিনশেষে দেখা যায়, কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত আছে। তবে আজ কোম্পানিটির শেয়ারের হাতবদল হয়েছে গতকালের চেয়ে দ্বিগুণের বেশি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
আতিফের সঙ্গে যে কথা হলো সাদিয়া আয়মানের
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব
রজতজয়ন্তী মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধ্যাপক আবদুল মজিদ কলেজ
X
Fresh