• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮% : বিশ্বব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ অক্টোবর ২০১৬, ১৫:৫৮

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। এমনই পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সংস্থাটির ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

এসময় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, আলোচ্য সময়ে বাংলাদেশে হতদরিদ্রের হার কমে হবে ১২ দশমিক ৯ শতাংশ। যা ২০১১ সালে ছিল ১৭ দশমিক ৫ শতাংশ। ২০১৫ সালে এ হার ছিল ১৩ দশমিক ৮ শতাংশ। ২০১৪ সালে ছিল ১৪ দশমিক ৭ শতাংশ। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডিএইচ/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh