• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লোকসান দেখালো বঙ্গজ-মিথুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:০০

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড বায়িং লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে ভিন্ন খাতের কোম্পানি দুটি লোকসান দেখিয়েছে।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানি দুটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। গেলো বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫৪ পয়সা।

এ সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। গেলো ৩০ জুন শেষে এনএভি ছিল ২১ টাকা ৯৯ পয়সা।

এদিকে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে ১৬ পয়সা। গেলো বছরের একই সময়েও কোম্পানিটি লোকসানে ছিল ১৬ পয়সা।

কোম্পানিটির এনএভি হয়েছে ২১ টাকা ৯৭ পয়সা, যা ৩০ জুন শেষে ছিল ২২ টাকা ১৩ পয়সা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের টিকিট : একদিনে গ্রাহকের ৪০ কোটি টাকা লোকসান
লোকসান এড়াতে সোনামসজিদ দিয়ে আলু আমদানি বন্ধ
এক বছরে রেলের লোকসান ১৫২৪ কোটি
মিথুনের নেতৃত্বে হারের বৃত্ত ভেঙে সিলেটের প্রথম জয়
X
Fresh