• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফ্ল্যাটের নিবন্ধন খরচ কমানোর দাবি রিহ্যাবের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:২৪

ফ্ল্যাটের নিবন্ধন খরচ কমানোর দাবি করেছে আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

সংগঠনটি মনে করে, নিবন্ধন ব্যয় ১৪ শতাংশ থেকে ৬-৭ শতাংশে নামিয়ে আনলে আবাসন খাতের গতিশীলতা ফিরে আসবে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। শীতকালীন আবাসন মেলার বিষয়ে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে পাঁচদিনের এই আবাসন মেলা। এটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী।

তিনি বলেন, কয়েক বছর ধরে নীতিনির্ধারণী কিছু সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অবস্থার সামান্য উন্নতি হলেও সংকট এখনো চলছে। কয়েকটি বেসরকারি ব্যাংক এক অঙ্কের সুদে আবাসন ঋণ দিলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো ঘোষণা আসেনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, পরিচালক কামাল মাহমুদ, শাকিল কামাল চৌধুরী প্রমুখ।

রিহ্যাব সূত্রে জানা যায়, এবারের মেলায় ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী ২১ ডিসেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই মেলার উদ্বোধন করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশির ওমরাহ
ফ্ল্যাটে মিলল মায়ের রক্তাক্ত মরদেহ, পুলিশ হেফাজতে ছেলে 
এনটিআরসিএ চেয়ারম্যানের পা ধরে কাঁদলেন নিবন্ধনধারীরা
ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর, রানু হিজড়া গ্রেপ্তার
X
Fresh