• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রিহ্যাবের আবাসন মেলা শুরু ২১ ডিসেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৯
ফাইল ছবি

আগামী ২১ ডিসেম্বর শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার ২০১৭। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচদিনের এই মেলা অনুষ্ঠিত হবে। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, ২১ ডিসেম্বর বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই আবাসন মেলার উদ্বোধন করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত থাকবেন।

এরইমধ্যে রিহ্যাব ফেয়ার ২০১৭ তে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের (রিহ্যাব সদস্য, ব্যাংক, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বিল্ডিং ম্যাটেরিয়াল) মধ্যে স্টল বরাদ্দ সম্পন্ন হয়েছে। এ বছর রিহ্যাব ফেয়ারে মোট ২০২টি স্টল থাকছে।

প্রতিবছরের মতো এবারো রিহ্যাব ফেয়ারে প্রবেশ টিকিটের র‌্যাফেল ড্র’তে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ১৫০ সিসি মোটরসাইকেল। এছাড়া থাকছে টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ আরো আকর্ষণীয় পুরস্কার।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ১
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
হিলিতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
X
Fresh