• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

২ চিনিকলের শেয়ারের দরবৃদ্ধিতে সতর্ক ডিএসই

অারটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৫১

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই চিনিকল জিলবাংলা সুগার ও শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধিতে সতর্ক হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

তবে কোম্পানি দুটি বলছে, এই দরবৃদ্ধির পেছনে কোনো কারণ তাদের জানা নেই।

খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি দুটির পক্ষ থেকে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এই তথ্য জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ নভেম্বর থেকে জিলবাংলার শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচ্য সময়ে শেয়ারটির দর ৫৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৮০ টাকা ৮০ পয়সা পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

একই সময়ে শ্যামপুর সুগার মিলের শেয়ার দর ২৬ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

ডিএসই এই দরবৃদ্ধিকে অস্বাভাবিক বলে গতকাল ১২ ডিসেম্বর কোম্পানিটি দুটির কাছে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায়।

এর জবাবে জেড ক্যাটাগরির কোম্পানি দুটি জানায়, তাদের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, উভয় কোম্পানিই বর্তমানে লোকসানে আছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
ঐতিহাসিক বদর দিবস আজ
নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh