• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হোটেল এক্সিকিউটিভ ইনে এক রাতে ৬ হাজার টাকা ছাড়!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৭:৫০

ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে সুপিরিয়র ক্যাটাগরির রুম বুকিংয়ে ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল এক্সিকিউটিভ ইন। এই ক্যাটাগরির রুমে এক রাত অবস্থানের খরচ ১৪ হাজার ৪০০ টাকার পরিবর্তে ৮ হাজার টাকা করা হয়েছে।

বাড়তি সুবিধা হিসেবে রাখা হয়েছে সৌজন্যমূলক সকালের নাস্তা ও ডিনার।

২০১৫ সালে খান বাহাদুর গ্রুপ রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান-২ চালু করে এই আন্তর্জাতিক মানের হোটেল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্ন স্বাদের দেশি ও বিদেশি খাবার, রাতের আলো ঝলমলে শহর দেখতে একবার ঘুরে আসতে পারেন হোটেলটিতে।

আগে থেকেই রুম বুকিং দিলে অল্প সময়েই আপনি পৌঁছে যাবেন নিজ কক্ষে। অসাধারণ ইন্টিরিয়র ডেকোরেশন, সুপরিসর রুম, জানালা দিয়ে ঝলমলে রাতের শহর দেখার সুযোগ আপনাকে পুলকিত করবে। সার্মথ্য বিবেচনায় এক্সিকিউটিভ, বিজনেস বা সুপিরিয়র ক্যাটাগরির রুম পছন্দ করতে পারেন। তিন ধরনের রুমের খরচ হবে ভিন্ন ভিন্ন, তবে কমপক্ষে ৬ হাজার টাকা। হোটেলে দীর্ঘ সময় অবস্থান করলে খরচ আরো কমবে।

ব্যবসায়িক মিটিংও এই হোটেলে সেরে নেয়া যাবে। অভিজাত এলাকা হওয়ায় কেনাকাটার সব জিনিস পাওয়া যাবে হাতের নাগালেই। অল্প দূরত্বে দূতাবাস হওয়ায় হোটেল হতে ভিসা বা বিদেশ গমনের কাজ সহজেই করতে পারবেন বিদেশি অতিথিরা।

হোটেল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দূরত্ব ১৫ মিনিটের হওয়ায় বিদেশি অতিথিরা স্বল্প সময়ে পৌঁছাতে পারবেন। প্রয়োজনে এয়ারপোর্ট পিক আপ বা ড্রপের সুবিধা নেয়া যাবে।

ডিসেম্বর ১৫ থেকে শুরু হওয়া এই ছাড় চলবে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত। ০১৭৭৭৭০০৬৯৯ বা ০১৭৭৭৭০০৬৮৯ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

এসআর/ এন

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তীব্র দাবদাহের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়াল
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ডিজিকন, নেবে ১০০ জন
এসি ছাড়াই যে কাজে ঘরের তাপমাত্রা কমবে ৫ ডিগ্রি
X
Fresh