• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লোকসানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের ‘অস্বাভাবিক দরবৃদ্ধি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৭, ১২:১৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

তবে বস্ত্র খাতের কোম্পানিটি বলছে, শেয়ারের দর বাড়ার পেছনে তাদের কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এর পেছনে কোনো অপ্রকাশিত তথ্য তাদের কাছে নেই।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের ‘অস্বাভাবিক’ দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল ১০ ডিসেম্বর নোটিস পাঠায়।

এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গেলো ৫ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির ১৩ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৫ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

জেড ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) কোম্পানিটি শেয়ার প্রতি ৩১ পয়সা লোকসান দেখায়।

এসব নেতিবাচক খবরে সাধারণত শেয়ারটির দর কমার কথা। কিন্তু বাজার বিশ্লেষণে দেখা যায় দর কমার পরিবর্তে উল্টো বাড়ছে।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি : আইইবি
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তুষ্ট ভুটানের রাজা
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
X
Fresh