• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বছরে পেঁয়াজের দাম বেড়েছে ২০৯ গুণ

মিথুন চৌধুরী

  ১০ ডিসেম্বর ২০১৭, ২২:৪৮

পেঁয়াজের দাম বৃদ্ধি ঠেকানোই যাচ্ছে না। আমদানি ও উৎপাদন কমের অজুহাতে একবছরের মাথায় পেঁয়াজের দাম ২শ ৯ গুণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয় একমাসের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে ৫৩ গুন।

রোববার সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর দৈনিক বাজার দরের তালিকায় পেঁয়াজের দাম বৃদ্ধির এ চিত্র দেখা গেছে।

এতে দেখা যায়, ২০১৬ সালের ১০ ডিসেম্বর দেশি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা, যা আজ রোববার বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। ফলে বছরের ব্যবধানে দাম বেড়েছে ২০৬ দশমিক ৬৭ শতাংশ। অপরদিকে ২০১৬ সালের ১০ ডিসেম্বর আমদানি করা পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা, যা আজ রোববার বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা।

মাস হিসাবে, চলতি বছরের ১০ নভেম্বর দেশি পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা, যা আজ রোববার বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। ফলে মাসের ব্যবধানে দাম বেড়েছে ৫৩ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া চলতি বছরের ১০ নভেম্বর আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা, যা আজ রোববার বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। ফলে মাসের ব্যবধানে দাম বেড়েছে ৩৬ শতাংশ।