• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১০:৪২

বিশ্ববাজারে গেলো নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় খাদ্যপণ্যের দাম সার্বিকভাবে কমেছে। কিছু খাদ্যের সরবরাহ ভালো থাকায় এই প্রভাব পড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাপী পাঁচ ধরনের খাদ্যপণ্যের হালনাগাদ তথ্য বিবেচনা করে প্রতি মাসে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

প্রতিবেদনে দেখা যায়, নভেম্বর মাসে বিশ্ব খাদ্য মূল্যের গড় সূচক অবস্থান করছে ১৭৫ দশমিক ৮ পয়েন্টে। এটি আগের মাস অক্টোবর থেকে শূন্য দশমিক ৫ শতাংশ কম। তবে গত বছরের একই সময়ের তুলনায় দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

সবশেষ তথ্য মতে, পাঁচ ধরনের খাদ্যের মধ্যে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে। ব্রাজিল থেকে পণ্যটির সরবরাহ কম থাকায় পণ্যটির সূচক বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ।

আর ভোজ্য তেলের দাম বাড়ার কারণ হিসেবে বলা হয়, সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় পণ্যটির উপর প্রভাব ফেলেছে। নভেম্বরে ভোজ্য তেলের মূল্যসূচক বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। তবে আগামীতে মালয়েশিয়ায় পাম তেলের মজুদ ভালো থাকার পূর্বাভাসে পণ্যটির দাম কমেছে।

এফএও এর খাদ্য মূল্যসূচকে মাংসের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।

নভেম্বরে দানা জাতীয় খাদ্যের দাম সামান্য বেড়েছে। তবে এ মাসে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মজুদ নিয়েও পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থাটি। সংস্থাটি বলছে, ২০১৭-১৮ বছরে বিশ্বব্যাপী দানা জাতীয় খাদ্যের সরবরাহ ভালো থাকবে। এ সময়ে রেকর্ড খাদ্য মজুদ হবে।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
X
Fresh