• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্যাপিটাল মার্কেট এক্সপো শুরু বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০১

রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপো।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এক্সপোর আয়োজক প্রতিষ্ঠান অর্থসূচক এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে অনলাইন নিউজ পোর্টালটির সম্পাদক জিয়াউর রহমান জানান, তৃতীয়বারের মতো এই এক্সপোর আয়োজন করা হয়েছে।

এবারের এক্সপোতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানিসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন (ডিবিএ) এর সভাপতি মোশতাক আহমেদ সাদেক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ প্রমুখ।

এই এক্সপো উদ্বোধন করবেন অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক।

এসময় প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের থাকার কথা আছে।

প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত ক্যাপিটাল মার্কেট এক্সপো সবার জন্য খোলা থাকবে।

এ/এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
ঈদের কেনাকাটায় মনে রাখবেন যেসব বিষয় 
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা মার্কেটের নৈশপ্রহরীকে ছুরিকাঘাত 
অধিক আগুনের ঝুঁকিতে ঢাকার ৭৬ শতাংশ মার্কেট-শপিংমল
X
Fresh